ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, একজন গ্রেফতার


জানুয়ারি ৯, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে। এ সময় জিরার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।‎ডিবি পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার নসরতপুর রেল ক্রসিং এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাকা সড়কে অভিযান চালানো হয়।

অভিযানে একটি চালান থেকে ৮৮ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ২ হাজার ৬৪০ কেজি।‎পুলিশের ধারণা, জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছিল। অভিযানের সময় জিরার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতার ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।