

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে। এ সময় জিরার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।ডিবি পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার নসরতপুর রেল ক্রসিং এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাকা সড়কে অভিযান চালানো হয়।
অভিযানে একটি চালান থেকে ৮৮ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ২ হাজার ৬৪০ কেজি।পুলিশের ধারণা, জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছিল। অভিযানের সময় জিরার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতার ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭