ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎নবীগঞ্জে গ্যাস বিক্রিতে অনিয়ম, ৭০ হাজার টাকা জরিমানা


জানুয়ারি ১৯, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ১২ কেজি এলপি গ্যাসের সরকারি নির্ধারিত মূল্য ১,৩০৬ টাকা হলেও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান জালাল এনার্জি পয়েন্ট (প্রোঃ জামাল চৌধুরী) অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছিল।

এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য খুচরা বিক্রেতাদের ভবিষ্যতে নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।‎‎উপজেলা প্রশাসন নবীগঞ্জবাসীকে এলপি গ্যাস কেনার সময় অবশ্যই মেমো সংগ্রহ করার পরামর্শ দিয়েছে। কেউ মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবগত করতে বলা হয়েছে।

‎এই অভিযানে আইন হিসেবে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা প্রয়োগ করা হয়।
‎‎সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, বাজারে এলপি গ্যাসের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও অভিযান চলবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।