

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ১২ কেজি এলপি গ্যাসের সরকারি নির্ধারিত মূল্য ১,৩০৬ টাকা হলেও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান জালাল এনার্জি পয়েন্ট (প্রোঃ জামাল চৌধুরী) অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছিল।
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য খুচরা বিক্রেতাদের ভবিষ্যতে নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।উপজেলা প্রশাসন নবীগঞ্জবাসীকে এলপি গ্যাস কেনার সময় অবশ্যই মেমো সংগ্রহ করার পরামর্শ দিয়েছে। কেউ মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবগত করতে বলা হয়েছে।
এই অভিযানে আইন হিসেবে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা প্রয়োগ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, বাজারে এলপি গ্যাসের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও অভিযান চলবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭