ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎নবীগঞ্জে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও দোয়া মাহফিল ‎


ডিসেম্বর ২৭, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।‎সাড়ে চারটায় ‘আধিপত্যবাদ বিরোধী ছাত্রজনতা’ ব্যানারে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
‎‎মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নিহত ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ইসলাম ইফতি, আরিফ আহমেদ, মুফতি ফরহাদ, আলাউর রহমান, রাহিম আহমদ, নাফিজ আহমদ, পারভেজ আহমেদ ফারহান, নোমান আহমেদ, শেখ নাসিম, মূসা আহমেদ, আকাইদ, জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।