

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সাড়ে চারটায় ‘আধিপত্যবাদ বিরোধী ছাত্রজনতা’ ব্যানারে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নিহত ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ইসলাম ইফতি, আরিফ আহমেদ, মুফতি ফরহাদ, আলাউর রহমান, রাহিম আহমদ, নাফিজ আহমদ, পারভেজ আহমেদ ফারহান, নোমান আহমেদ, শেখ নাসিম, মূসা আহমেদ, আকাইদ, জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭