ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ


আগস্ট ১১, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে জমি ভরাটের কারনে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার বালিগাও ইউনিয়নের বালিগাও বাজার,চাষিরী ও গোয়ারা নদী সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ। সোমবার (১১আগস্ট) বিকেল ৫ টা থেকে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘন্টা চলে এই অভিযান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বালিগাও অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয়। ফসলি জমি রক্ষার্থে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।