টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে জমি ভরাটের কারনে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার বালিগাও ইউনিয়নের বালিগাও বাজার,চাষিরী ও গোয়ারা নদী সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ। সোমবার (১১আগস্ট) বিকেল ৫ টা থেকে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘন্টা চলে এই অভিযান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বালিগাও অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয়। ফসলি জমি রক্ষার্থে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭