ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

নিম্নমানের সামগ্রী, দায়সারা কাজ : ঝিনাইদহে মহাসড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ।


জুলাই ৬, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:   কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ঝিনাইদহের গুরুত্বপূর্ণ শেখপাড়া বাজার এলাকায় চলছে রাস্তা মেরামতের কাজ। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেখানে নিম্নমানের সামগ্রী, কাঁচা কাদা-মাটি ও বালির মিশ্রণে কাজ করছে—যার ফলে এলাকার মানুষ ও যাতায়াতকারী যানবাহনের মাঝে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও দোকানিরা অভিযোগ করেছেন, সড়কের জন্য যে মানসম্পন্ন উপকরণ ব্যবহার করার কথা, তা মানা হচ্ছে না। পিচের পরিবর্তে মাটি ও বালির স্তর ছড়িয়ে কোনোভাবে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। পাশেই ইসলামি বিশ্ববিদয়ালয় হওয়াতে এই এলাকাটি প্রতিদিন হাজারো যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং পণ্যবাহী ট্রাক চলাচলের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় রাস্তার টেকসইতা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।