ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫

কিশোরগঞ্জে একসঙ্গে তিন বোনের জিপিএ-৫ জয়


জুলাই ১৬, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জে এক অনন্য নজির স্থাপন করেছেন তিন বোন—একসঙ্গে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকায় আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন তাঁরা।জানা যায়, কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা থেকে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলো শহরের নগুয়া এলাকার বাসিন্দা মো. আলীম উদ্দিন ও গৃহিণী নূরুন্নাহারের তিন কন্যা।তাদের মধ্যে যমজ দুই বোন তাহিয়া তাবাসসুম ও ফাউজিয়া তারান্নুম এবং তাদের এক বছরের বড় বোন উম্মে আতিয়া উমামা—তিন জনই কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

তিন বোনের একসঙ্গে এই অসাধারণ সাফল্যে পরিবারে বইছে আনন্দ ও গর্বের আমেজ। পিতা-মাতা সন্তানের এ অর্জনে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষও তাদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।এলাকার শিক্ষাবান্ধব পরিবেশ, মাদরাসা শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও পারিবারিক সহায়তা এই সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে বলে জানান স্থানীয়রা।

তিন বোনের এমন সাফল্য ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।