

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে এক অনন্য নজির স্থাপন করেছেন তিন বোন—একসঙ্গে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকায় আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন তাঁরা।জানা যায়, কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা থেকে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলো শহরের নগুয়া এলাকার বাসিন্দা মো. আলীম উদ্দিন ও গৃহিণী নূরুন্নাহারের তিন কন্যা।তাদের মধ্যে যমজ দুই বোন তাহিয়া তাবাসসুম ও ফাউজিয়া তারান্নুম এবং তাদের এক বছরের বড় বোন উম্মে আতিয়া উমামা—তিন জনই কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তিন বোনের একসঙ্গে এই অসাধারণ সাফল্যে পরিবারে বইছে আনন্দ ও গর্বের আমেজ। পিতা-মাতা সন্তানের এ অর্জনে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষও তাদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।এলাকার শিক্ষাবান্ধব পরিবেশ, মাদরাসা শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও পারিবারিক সহায়তা এই সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে বলে জানান স্থানীয়রা।
তিন বোনের এমন সাফল্য ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭