ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

আগামীকাল বিএনপি নেতা পিন্টুর ১০ম শাহাদাত বার্ষিকীর কর্মসূচী


মে ২, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল ০৩ মে – ২০২৫ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা-০৭ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ১০ম শাহাদাত বার্ষিকী। ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার রোষানলে পড়ে কারাগারে নির্মম নির্যাতনে শহীদ হন তিনি। চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা থাকার পরও বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে কারান্তরালে মৃত্যুর মুখে পতিত হয় বিএনপির নেতা শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টুর এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ০৩ মে ২০২৫, শনিবার বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েরর নীচ তলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

এছাড়াও বাদ জোহর আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করবেন কেন্দ্রীয়, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সকল পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সমূহে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।