জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বাখরনখরে এ দুর্ঘটনা ঘটে । বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন। তিনি বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।