জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বাখরনখরে এ দুর্ঘটনা ঘটে । বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন। তিনি বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭