ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে বর্ষবরণে ঢাকঢোল পিটিয়ে আনন্দ শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী মেলার আয়োজন


এপ্রিল ১৪, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   নানান আয়োজনে ঢাকঢোল পিটিয়ে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২।সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় র‍্যালিতে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মো. আক্তার হোসেন, জেলার সিভিল সার্জন আবু হাসান শাহীন, পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা।

আনন্দ শোভাযাত্রা র‍্যালিটি লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে ফিতা কেটে ৩ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সম্মানীত অতিথিগণ বসে উপভোগ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।