দুর্নীতি মুক্ত বাংলাদেশ
লেখক: মোঃ বেলাল হোসেন সাঁইখ
মানুষ কেনা বেচা হাটে
শ্রম দিবার জায়গা নাই,
পণ্য বাজার উঠছে নামছে
মাথা ব্যথা কারোর নাই।
শেয়ার বাজার উঠানামা
গন বাজার টাল বাহানা,
দিন মজুরের শ্রম মিলে না
কেউ দেখছে না চোখ তুলে।
বেলাল হোসেন ভেবে বলে
সব বিভাগের কলকারখানা,
শ্রমকে যদি ভাগ করিয়া
দেশ-বিদেশে দেই বিলিয়া।
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি
দক্ষ জনশক্তি হাতিয়ার,
বিশ্ব বাসি দেখবেন বসে
সোনার বাংলার অলংকার।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।