টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১৩নং মামলায় যুবলীগ নেতা আশরাফুল ইসলাম বাদল (৬০) কে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। বাদল টঙ্গীবাড়ী উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি। সে বেতকা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আমির হোসেন এর ছেলে। গতকাল রবিবার (২৩ মার্চ) বিকেল ৩ টায় ঢাকার ওয়ারী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ৫ আগস্ট মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার উপর হামলার অভিযোগ করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম জানান, টঙ্গীবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ঢাকার ওয়ারী থেকে আশরাফুল ইসলাম বাদল নামের এক ব্যক্তি কে আটক করে আজ(২৪ মার্চ) সকাল ১১ টায় আদালতে পাঠানো হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।