টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১৩নং মামলায় যুবলীগ নেতা আশরাফুল ইসলাম বাদল (৬০) কে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। বাদল টঙ্গীবাড়ী উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি। সে বেতকা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আমির হোসেন এর ছেলে। গতকাল রবিবার (২৩ মার্চ) বিকেল ৩ টায় ঢাকার ওয়ারী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ৫ আগস্ট মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার উপর হামলার অভিযোগ করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম জানান, টঙ্গীবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ঢাকার ওয়ারী থেকে আশরাফুল ইসলাম বাদল নামের এক ব্যক্তি কে আটক করে আজ(২৪ মার্চ) সকাল ১১ টায় আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭