টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার উপর হামলাকারী আব্দুস সালাম নামের একজন কে আটক করে থানায় সোপর্দ করেছে ছাত্রজনতা। সালাম ধীপুর ইউনিয়নের জালাল শেখ এর ছেলে। সে ধীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ২নং ওয়ার্ডের সদস্য। বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিটে ধীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রীজ থেকে ছাত্রজনতা তাকে আটক করে থানায় সোপর্দ করে।বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া একাধিক ছাত্রজনতা জানায়,গত ২ জুলাই টঙ্গীবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর সর্বপ্রথম এই সালাম মেম্বার আক্রমণ করে। এছাড়াও ৪ জুলাইও সে আমাদের উপর হামলা করে।এ বিষয়ে কথা বলতে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম এর মুঠোফোনে একাধিক বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।