টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার উপর হামলাকারী আব্দুস সালাম নামের একজন কে আটক করে থানায় সোপর্দ করেছে ছাত্রজনতা। সালাম ধীপুর ইউনিয়নের জালাল শেখ এর ছেলে। সে ধীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ২নং ওয়ার্ডের সদস্য। বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিটে ধীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রীজ থেকে ছাত্রজনতা তাকে আটক করে থানায় সোপর্দ করে।বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া একাধিক ছাত্রজনতা জানায়,গত ২ জুলাই টঙ্গীবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর সর্বপ্রথম এই সালাম মেম্বার আক্রমণ করে। এছাড়াও ৪ জুলাইও সে আমাদের উপর হামলা করে।এ বিষয়ে কথা বলতে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম এর মুঠোফোনে একাধিক বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭