ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

পাবনার সাঁথিয়ায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে কুপিয়েছে দূর্বৃত্তরা


জানুয়ারি ২৭, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলার সদস্য সচিব লিখন মোল্লাকে কুপিয়ে আহত করেছে আওয়ামিলীগের দুর্বৃত্তরা। জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন ডিমের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।এ সময় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে আশেপাশে থেকে স্থানীয় জনগণ আহত লিখন মোল্লাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বগুড়া মেডিকেলে প্রেরণ করেন। হামলাকারীরা চিহ্নিত আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।