নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলার সদস্য সচিব লিখন মোল্লাকে কুপিয়ে আহত করেছে আওয়ামিলীগের দুর্বৃত্তরা। জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন ডিমের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।এ সময় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে আশেপাশে থেকে স্থানীয় জনগণ আহত লিখন মোল্লাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বগুড়া মেডিকেলে প্রেরণ করেন। হামলাকারীরা চিহ্নিত আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭