ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

“কবিতা”-ধর্ম বলে কর্ম করো


জানুয়ারি ২৯, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ধর্ম বলে কর্ম করো
কলমেঃশারমিন আক্তার
রচনাকালঃ ৪/১০/২০২৩

ধর্ম বলে কর্ম করো
কেউ করো না ভিক্ষা,
কর্ম করা হলো আমার
প্রিয় নবীর শিক্ষা।

থাকে যদি দু হাত
থাকে যদি পা,
তবে তোরা ভিক্ষা কেন?
কর্ম করে খা।

হউক না সেটা ছোট কর্ম
অল্প টাকার পুঁজি
ছোট কর্ম দিয়েই তুমি
আনবে ঘরে রুজি।

কর্ম তে ভাই মর্ম আছে
ঘুড়ো না আর লোকের পিছে,
পেতো না আর হাত,
কর্ম করলে হয় না মানুষ
নিচুঁ শ্রেণির জাত।

মান মর্যাদা বৃদ্ধি পাবে
কর্ম করে খেলে,
কর্মের খানায় তৃপ্তি থাকে
কর্মে সুখ মেলে।

একটু খানি গায়ে খাটো
কর্মেতে দাও মন
ভিক্ষা করে কেউ খাবে না
এই করে যাও পণ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।