ধর্ম বলে কর্ম করো
কলমেঃশারমিন আক্তার
রচনাকালঃ ৪/১০/২০২৩
ধর্ম বলে কর্ম করো
কেউ করো না ভিক্ষা,
কর্ম করা হলো আমার
প্রিয় নবীর শিক্ষা।
থাকে যদি দু হাত
থাকে যদি পা,
তবে তোরা ভিক্ষা কেন?
কর্ম করে খা।
হউক না সেটা ছোট কর্ম
অল্প টাকার পুঁজি
ছোট কর্ম দিয়েই তুমি
আনবে ঘরে রুজি।
কর্ম তে ভাই মর্ম আছে
ঘুড়ো না আর লোকের পিছে,
পেতো না আর হাত,
কর্ম করলে হয় না মানুষ
নিচুঁ শ্রেণির জাত।
মান মর্যাদা বৃদ্ধি পাবে
কর্ম করে খেলে,
কর্মের খানায় তৃপ্তি থাকে
কর্মে সুখ মেলে।
একটু খানি গায়ে খাটো
কর্মেতে দাও মন
ভিক্ষা করে কেউ খাবে না
এই করে যাও পণ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭