ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল


নভেম্বর ৩০, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:   বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতাকে নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ শে নভেম্বর) বিকালে ভালুকা পৌরশহরের জ্ঞানীর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদিক্ষণ শেষে হাইস্কুলের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান সানি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকান্ডে খুনি হাসিনা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন‍্যথায় দেশের ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ আরো কঠোর হতে বাধ‍্য হবে। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।