ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতাকে নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ শে নভেম্বর) বিকালে ভালুকা পৌরশহরের জ্ঞানীর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদিক্ষণ শেষে হাইস্কুলের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান সানি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই হত্যাকান্ডে খুনি হাসিনা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ আরো কঠোর হতে বাধ্য হবে। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭