টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ধীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং সদস্য মো: হাকিম দেওয়ান কে আটক করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। হাকিম দেওয়ান উপজেলার ধীপুর ইউনিয়নের রব-নগরকান্দি গ্রামের আব্দুল হালিম দেওয়ানের ছেলে। আটককৃত হাকিমের বাবা জানান, রবিবার রাতে পুলিশ আমাদের বাসায় এসে মামলার ওয়ারেন্ট ছাড়াই হাকিম কে আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন,আমার ছেলেকে রাজনৈতিক ভাবে ফাসানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিদুল ইসলাম জানান,মুন্সীগঞ্জ সদর থানার একটি মামলায় হাকিম কে আটক করে সোমবার তাকে আদালে প্রেরণ করা হয়েছে
আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।