ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

শিক্ষার্থীকে মারধর, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল প্লাজায় আগুন


অক্টোবর ২, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

হামিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মো. হুজাইফা। তিনি ইলেকট্রনিক্স বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মো. হুজাইফার সঙ্গে টোল আদায়ে নিয়োজিত কর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টোল আদায়দের লোকজন হুজাইফাকে মারধর করেন।
এসময় একদল বিক্ষুব্ধ জনতা টোল প্লাজায় আগুন ধরিয়ে দেন। এছাড়া পাশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করেন।
এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। এতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সন্ধ্যা ৬টার দিকে প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।