হামিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মো. হুজাইফা। তিনি ইলেকট্রনিক্স বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মো. হুজাইফার সঙ্গে টোল আদায়ে নিয়োজিত কর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টোল আদায়দের লোকজন হুজাইফাকে মারধর করেন।
এসময় একদল বিক্ষুব্ধ জনতা টোল প্লাজায় আগুন ধরিয়ে দেন। এছাড়া পাশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করেন।
এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। এতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সন্ধ্যা ৬টার দিকে প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭