শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কর্তৃক মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বরের সামনে প্রায় ঘন্টা ব্যাপি বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক কর্মচারী এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান আকন্দ,সুপার মোঃ ইদ্রিস আলী,সুপার মোঃ রফিকুল ইসলাম,সরকারি প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান প্রামানিক সহ প্রমুখ।