শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কর্তৃক মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বরের সামনে প্রায় ঘন্টা ব্যাপি বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক কর্মচারী এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান আকন্দ,সুপার মোঃ ইদ্রিস আলী,সুপার মোঃ রফিকুল ইসলাম,সরকারি প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান প্রামানিক সহ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭