ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজে জড়িত নয় আকরাম খানের প্রতিষ্ঠান


সেপ্টেম্বর ২১, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  জাতীয় ক্রীড়া পরিষদের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগসূত্রে জানা গেছে, বর্ধিত বাজেটের বরাদ্দ পাওয়া ৬০ কোটি ৮ লাখ টাকার মধ্যে সবচেয়ে বড় কাজ ফ্লাডলাইট। আধুনিক ফ্লাডলাইট স্থাপনের বাজেট ৩৮ কোটি টাকা।

এই কাজটি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই পরিচালক মাহাবুবুল আনাম ও আকরামের খানের প্রতিষ্ঠান এ্যারোনেস ইন্টারন্যাশনাল। তবে আকরাম খান জানিয়েছেন তার প্রতিষ্ঠান প্রোটো স্টার বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই কাজটির সঙ্গে জড়িত নয়।

দৈনিক মানবজমিনকে তিনি বলেন, “আমার প্রতিষ্ঠান স্টার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে স্টেডিয়ামের ফ্লাড লাইটের কোন কাজ পাইনি। এই কাজের সঙ্গে আমি এবং আমার প্রতিষ্ঠান কোনভাবে জড়িত নয়। ”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।