ভোরের খবর ডেস্ক: জাতীয় ক্রীড়া পরিষদের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগসূত্রে জানা গেছে, বর্ধিত বাজেটের বরাদ্দ পাওয়া ৬০ কোটি ৮ লাখ টাকার মধ্যে সবচেয়ে বড় কাজ ফ্লাডলাইট। আধুনিক ফ্লাডলাইট স্থাপনের বাজেট ৩৮ কোটি টাকা।
এই কাজটি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই পরিচালক মাহাবুবুল আনাম ও আকরামের খানের প্রতিষ্ঠান এ্যারোনেস ইন্টারন্যাশনাল। তবে আকরাম খান জানিয়েছেন তার প্রতিষ্ঠান প্রোটো স্টার বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই কাজটির সঙ্গে জড়িত নয়।
দৈনিক মানবজমিনকে তিনি বলেন, "আমার প্রতিষ্ঠান স্টার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে স্টেডিয়ামের ফ্লাড লাইটের কোন কাজ পাইনি। এই কাজের সঙ্গে আমি এবং আমার প্রতিষ্ঠান কোনভাবে জড়িত নয়। "
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭