ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

বিদেশ পালিয়ে যাওয়ার সময় সিলেটে দুই আওয়ামী লীগ নেতা আটক


আগস্ট ২৭, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   বিদেশে পালিয়ে যাওয়ার সময় সিলেটে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে।আটককৃতরা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম।পুলিশ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।