নিজস্ব প্রতিনিধি: বিদেশে পালিয়ে যাওয়ার সময় সিলেটে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে।আটককৃতরা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম।পুলিশ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭