ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

 ইজি বাইক এর চালককে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে গাড়ি ছিনতাই।


আগস্ট ৩১, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান পারভেজ:  চালকের নাম মোঃ লিখন (20) বাবার নামঃ শাহিনুর ইসলাম।গ্রামঃ ব্রহ্মপুর (মৌবন স্কুল পাড়া) ডাকঘর-কাতলাগাড়ি,থানা-শৈলকূপা,জেলা -ঝিনাইদহ। শৈলকূপা ভ্যান ষ্টান থেকে দোকান দারদের তথ্য অনুপাতে জানা যাই লিখন শৈলকূপা হতে  রিজাভ ভাড়া নিয়ে রওনা দেন আনুমানিক দুপুর ১:২০ মি. ঘটিকার সময়। লিখনকে ছিনতাইকারীরা আবাইপুর মসজিদের সামনে বাইকে করে এনে তালগাছের নিচে ফেলে রেখে চলে যাই। আবাইপুরের এলাকা বাসি লিখনকে নিয়ে শৈলকূপা স্বাস্থ কমপ্লেস এ জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতালের কর্মরত ডাক্তার মোঃ আরিফুল ইসলাম সাংবাদিকদের কে জানান লিখন কে চেতনা নাষক ঔষধ প্রয়োগ করা হয়।তার জ্ঞান ফিরতে প্রায় ৪-৫ ঘন্টা সময় লাগতে পারে।তবে ভয়ের কোন কারন নেই। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে আনার কারনে তার বেশি ক্ষতি হয়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।