শাহজাহান পারভেজ: চালকের নাম মোঃ লিখন (20) বাবার নামঃ শাহিনুর ইসলাম।গ্রামঃ ব্রহ্মপুর (মৌবন স্কুল পাড়া) ডাকঘর-কাতলাগাড়ি,থানা-শৈলকূপা,জেলা -ঝিনাইদহ। শৈলকূপা ভ্যান ষ্টান থেকে দোকান দারদের তথ্য অনুপাতে জানা যাই লিখন শৈলকূপা হতে রিজাভ ভাড়া নিয়ে রওনা দেন আনুমানিক দুপুর ১:২০ মি. ঘটিকার সময়। লিখনকে ছিনতাইকারীরা আবাইপুর মসজিদের সামনে বাইকে করে এনে তালগাছের নিচে ফেলে রেখে চলে যাই। আবাইপুরের এলাকা বাসি লিখনকে নিয়ে শৈলকূপা স্বাস্থ কমপ্লেস এ জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতালের কর্মরত ডাক্তার মোঃ আরিফুল ইসলাম সাংবাদিকদের কে জানান লিখন কে চেতনা নাষক ঔষধ প্রয়োগ করা হয়।তার জ্ঞান ফিরতে প্রায় ৪-৫ ঘন্টা সময় লাগতে পারে।তবে ভয়ের কোন কারন নেই। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে আনার কারনে তার বেশি ক্ষতি হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭