ঢাকাশুক্রবার , ২৮ জুন ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


জুন ২৮, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের ব্যানারে এ আয়োজন করা হয়েছে।এসময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এড. হাছিবুর রহমান হাসিব, সদস্য হাফিজুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, ফোরামের সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক হারুন পাটওয়ারী, কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান ও সহ-সভাপতি ফখর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রবাসী ফোরামের সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক হারুন পাটওয়ারী বলেন, মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলায় সরকার আমাদের নেত্রীকে (খালেদা জিয়া) বন্দি করে রেখেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না। দেশে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ সরকার দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে। এজন্য খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।