ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০২৪

শরীয়তপুর জেলায় ৩০ বস্তা সরকারি সার বিক্রি অবস্থায় জব্দ


জুন ২৫, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলার একটি স্থানীয় বাজারে বিক্রির সময় আনুমানিক ৩০ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে। গত সোমবার ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার থেকে সারগুলো জব্দ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পাট কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের ৭-নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দানু মিয়া হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় সাধারণ জনগণের বক্তব্যে অনুযায়ী সরকারি সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রেমতে জানা যায়, ২৪শে জুন, ২০২৪ইং, রোজ সোমবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সিল সম্বলিত ৩০ বস্তা সরকারি সার বিক্রির উদ্দেশ্যে নসিমনে করে মোল্লারহাট বাজার ব্যবসায়ী মোশারফ ফকিরের দোকানে আনা হয়। বিষয়টি স্থানীয় জনগণ তাৎক্ষনিক টের পেলে নছিমনচালক সার রেখে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় জনগণ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম, উপজেলা উপসহকারী পাট কর্মকর্তা মিজানুর রহমান ও পুলিশকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে সারগুলো তাৎক্ষনিক জব্দ করি। পরে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা ও পাঠ কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। আমরা তদন্তর রিপোর্ট অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।’স্থানীয় চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফাইজুল মোল্লা বলেন, ‘সরকার এই সারগুলো কৃষকের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য বরাদ্দ করেছেন। কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বার দানু হাওলাদার সার গুলো সাধারণ কৃষকদের না দিয়ে বিক্রি করছিল। যেহেতু স্থানীয় জনগণ গাড়িসহ সারগুলো জব্দ করেছে। তাই এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার বলে মনে করি। যাতে দুর্নীতিবাজদের শিক্ষা হয় এবং ভবিষ্যতে এমন দূরসাহস কোন ইউপি সদস্য যাতে দেখাতে না পারে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।