ঢাকারবিবার , ২৩ জুন ২০২৪

টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


জুন ২৩, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রায় দেড়হাজার নেতাকর্মীর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মাধ্যমে “প্লাটিনাম জয়ন্তি ” উদযাপন করেন।টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামীলীগ নেতা হেদায়েতুল ইসলাম বাদল,উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী নাহিদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, আওয়ামী লীগ নেতা,গিয়াস উদ্দিন মাঝি, জহির রায়হান খান, রিপন খান, শাহীন খান, সাইরাজ খান, হাবিবুর রহমান হবি,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান। উপজেলা ছাত্রলীগ এর সভাপতি খালিদ খান,উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি আয়েশা মেম্বার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।