ঢাকাবুধবার , ১২ জুন ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে ৭০ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর আপন ঠিকানা


জুন ১২, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনের ৭০ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আপন ঠিকানা জমি ও ঘর।মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির কাগজপত্রের একটি ফাইল হস্তান্তর করা হয়।এর আগে ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রমুখ।সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় ৩০টি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নে ৪০টি টিনশেড ব্যারাক জরাজীর্ণ অবস্থায় ছিল। পরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জরাজীর্ণ ঘরগুলো ভেঙে নতুন করে সেমিপাকা ভবন নির্মাণ করা হয়। ব্যারাকের সাবেক বাসিন্দাদের মাঝেই নতুন ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, এ উপজেলায় ৭৭১টি ভূমিহীন ও গৃহহীনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নতুন ঘর দেওয়া হয়েছে। এরমধ্যে আজ ৭০টি পরিবার নতুন করে ঘরের চাবি পেয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।