ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
আজকের সর্বশেষ খবর

বেতকা পশুর হাটের নিরাপত্তা সংক্রান্তে সংবাদ সম্মেলন


জুন ১০, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বেতকা পশুর হাটের নিরাপত্তা সংক্রান্তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাট কমিটির আয়োজনে সোমবার (১০জুন) সন্ধ্যায় বেতকা গরুর হাটের মাঠ প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হাট কমিটির ইজারাদার মো: কামাল হোসেন মোল্লা বলেন, হাটের নিরাপত্তা নিশ্চিত করতে হাটের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়াও হাটে পাইকারদের জন্য রয়েছে থাকা খাওয়ার সু-ব্যবস্থা। গরু ছাগলের সুচিকিৎসার জন্য সার্বক্ষণিক পশু ডাক্তারের ব্যবস্থা রয়েছে। ব্যাংকিং সুবিধা,জাল টাকা সনাক্তকরণ মেশিনেরও সু-ব্যবস্থা রয়েছে এই হাটে। এছাড়াও গরু-ছাগল আনা নেওয়ার জন্য গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন, হাট কমিটির সভাপতি মো: সাখাওয়াত হোসেন, সাবেক বেতকা ইউপি চেয়ারম্যান শওকত আলী খান মোক্তার,সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক এস,এম,আসাদুজ্জামান খান ইদ্রিস, সাবেক বেতকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা,বেতকা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফ হোসেন বাদল, সাবেক বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ শেখ,আরিফ খান,আব্দুর রউফ, মহসিন খান বাবু সহ আরো অনেকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।