ঢাকাশুক্রবার , ২৪ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন


মে ২৪, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসাবে।এ কার্যক্রমের উদ্বোধন করেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু, কৃষক মানিক কুমার সাহা সহ অন্যান্য উপস্থিত ছিলেন।চলতি মৌসুমে ৩শ’ কৃষকের নিকট থেকে লটারীর মাধ্যমে ২হাজার ৯৯৭ মেট্রিক টন ধান, ১১হাজার ৫৭০ মেট্রিকটন সিদ্ধ চাল, ৭০৬ মেট্রিকটন আতব চাল এবং ১২২ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান,গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামাল।অনুষ্ঠানের সভাপতিতে ফুলেল শুভেচ্ছা জানান, কামদিয়া খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান। এসময় মহিমাগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।