ঢাকামঙ্গলবার , ২১ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


মে ২১, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ওমর (৫) ও হাফসা (৮) নামের ভাই-বোনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ মে) বিকেল ৩টার দিকে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি।এর-আগে, দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের (১নং ওয়ার্ড) ভবানীগঞ্জ গ্রামের আজিজ উল্লার বাপের বাড়ির পুকুরে পড়ে ভাই-বোন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক দৈনিক ভোরের খবরকে বলেন, আমাদের বাড়ির আশ-পাশে ছোট-বড় যেসব গর্ত রয়েছে। সেগুলোতে এখন বৃষ্টির পানি জমে আছে। তাই সকল বাবা-মা ও অভিভাবকদের উচিত শিশুদের প্রতি নজর রাখা। আজকের শিশুরা আগামীদিনের কর্ণধার। তাই তাদের বেড়ে উঠা আমাদের সকলের সচেতনতা হওয়া খুবই জরুরি বলে মন্তব্য করেন এ সিনিয়র সাংবাদিক।লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল সালাম সৌরভ জানান, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।