গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানের নির্বাচনী গাড়িতে হামলা করেছে দুবৃর্ত্তরা।আজ মঙ্গলবার দুপুরে নির্বাচনী কাজে যাওয়ার পথে উপজেলার কামদিয়া এলাকায় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।তিনি আব্দুল লতিফ আকন্দ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সমর্থকদের দাবি, প্রতিপক্ষ লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এ হামলার তীব্র প্রতিবাদ করছি।এ বিষয়ে আব্দুল লতিফ আকন্দ বলেন,আমার প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।