গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানের নির্বাচনী গাড়িতে হামলা করেছে দুবৃর্ত্তরা।আজ মঙ্গলবার দুপুরে নির্বাচনী কাজে যাওয়ার পথে উপজেলার কামদিয়া এলাকায় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।তিনি আব্দুল লতিফ আকন্দ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সমর্থকদের দাবি, প্রতিপক্ষ লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এ হামলার তীব্র প্রতিবাদ করছি।এ বিষয়ে আব্দুল লতিফ আকন্দ বলেন,আমার প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭