ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ খবর

লৌহজং উপজেলা পরিষদ নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আব্দুর রশিদ শিকদার


এপ্রিল ২৮, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ ২১ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র গত মঙ্গলবার (২৩ এপ্রিল) যাচাই-বাছাই করা হয়েছে। বাছাই শেষে লৌহজং উপজেলায় ৪ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। জেলা রিটার্নিং কার্যালয় সুত্রে এ তথ্য যানা যায়৷ তবে বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ শিকদার আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। আজ ২৮ এপ্রিল রোববার আপিল নিষ্পত্তি হয় । এতে করে লৌহজং উপজেলার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ শিকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ শিকদার এক ভিডিও বার্তায় জানান আপিল বিভাগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। তিনি লৌহজং উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনারা আমার পাশে ছিলেন এবং থাকবেন। আগামী ২১ মে ভোট দিয়ে জয়যুক্ত করবেন । তফশিল অনুযায়ী ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার ও ২ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।