আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সামাজিক সংগঠন কাইচাইল যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় আউটশাহী ইউনিয়নের কাইচাইল মাঠে প্রায় ৫০০ দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো খেজুর,সয়াবিন তেল, চিনি,বুট, মুড়ি ও গ্যাস্টিকের ঔষধ। বিশিষ্ট সমাজ সেবক মাওলানা নজরুল ইসলাম (বড় হুজুর) এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন। সংগঠনের উপদেষ্টা সাত্তার খালাসির সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: সুমন হাওলাদার, সহ সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো: বাবু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো:সুজন, সমাজ কল্যান সম্পাদক ওহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মো: আবু তালহা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: সুমন হাওলাদার বলেন, আমরা চাই মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজের সাথে জড়িত থাকতে। এলাকার যেকোনো সমস্যা, খারাপ পরিস্থিতি, বিপদ আপদে গরীব দু:খী মানুষের পাশে থেকে কাজ করবে আমাদের সংগঠন। তিনি আরো বলেন আজ আমাদের সংগঠন থেকে ৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলাম আগামীতে আরো বেশি মানুষের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।