আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সামাজিক সংগঠন কাইচাইল যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় আউটশাহী ইউনিয়নের কাইচাইল মাঠে প্রায় ৫০০ দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো খেজুর,সয়াবিন তেল, চিনি,বুট, মুড়ি ও গ্যাস্টিকের ঔষধ। বিশিষ্ট সমাজ সেবক মাওলানা নজরুল ইসলাম (বড় হুজুর) এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন। সংগঠনের উপদেষ্টা সাত্তার খালাসির সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: সুমন হাওলাদার, সহ সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো: বাবু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো:সুজন, সমাজ কল্যান সম্পাদক ওহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মো: আবু তালহা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: সুমন হাওলাদার বলেন, আমরা চাই মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজের সাথে জড়িত থাকতে। এলাকার যেকোনো সমস্যা, খারাপ পরিস্থিতি, বিপদ আপদে গরীব দু:খী মানুষের পাশে থেকে কাজ করবে আমাদের সংগঠন। তিনি আরো বলেন আজ আমাদের সংগঠন থেকে ৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলাম আগামীতে আরো বেশি মানুষের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭