ডেস্ক রিপোর্ট: ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের আল-বিয়াহ স্ট্রিটে একটি বাড়িতে বোমা হামলায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফাহ শহরের পাঁচটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলায় নারী ও শিশুসহ ২৭ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এছাড়াও, ওয়াফা রিপোর্ট করেছেন যে গাজা শহরের আল-শিফা হাসপাতালের আশেপাশে ইসরায়েলি বিমান হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক নিহত হয়েছে, যখন ইসরায়েলি বাহিনী লাউডস্পিকারের মাধ্যমে ফিলিস্তিনিরা অবিলম্বে উত্তর গাজার মেডিকেল কমপ্লেক্স খালি করার নির্দেশ দিচ্ছে।
এদিকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জর্ডান ও লেবাননের বিক্ষোভ করেছে সে দেশের জনগণ। জর্ডানে এসময় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।